ওয়ার্নারের সিলেটের মুখোমুখি সাকিবের ঢাকা

শুক্রবার সন্ধ্যায় দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে তারা। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট রংপুর রাইডার্সকে হারিয়েছে ২ রানে। হারতে বসা ম্যাচটা শেষ পর্যন্ত সাবেক চ্যাম্পিয়নদের করে দেন অখ্যাত অ্যালিস আল ইসলাম। এই নেট বোলারের হ্যাটট্রিকে ম্যাচ জিতে এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট তালিকার শীর্ষে ঢাকা ডায়নামাইটস। 

নাটকীয় সেই জয়ের রেশ থাকতেই আবারো মাঠে নামছে ফেভারিটরা। আজ শনিবার সাকিব আল হাসানদের সামনে সিলেট সিক্সার্স। ডেভিড ওয়ার্নারের দলের বিপক্ষে জিততে পারলে শিরোপা পুনরুদ্ধারের পথে আরো এগিয়ে যাবে দলটি।

এর আগে আজ শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটানস। লড়াইটা টিকে থাকতে দুই দলেরই জয় জরুরী। বিশেষ করে খুলনা কিছুতেই ছন্দে নেই।

দর্শক ফেরাতে শনিবার নতুন সময়ে শুরু হবে বিপিএলের ম্যাচ। দিনের প্রথম ম্যাচ শুরু দুপুর দেড়টায়। দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়।

দিনের ম্যাচ দুটো সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায়। চলুন দেখে নেই কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ দুটি।

বিপিএল

চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটানস
(শুরু দুপুর ১.৩০ মিনিটে)
সরাসরি খেলা দেখাবে জিটিভি ও মাছরাঙ্গা

ঢাকা ডায়নামাইটস বনাম সিলেট সিক্সার্স
(শুরু সন্ধ্যা ৬.৩০ মিনিটে)
সরাসরি খেলা দেখাবে জিটিভি ও মাছরাঙ্গা

লেটেস্টবিডিনিউজ.কম/পিএস  

Scroll to Top