নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শ্যামলী গমেজ নামে ব্রতীয় একজন সিস্টারের মরদেহ দেখার পর আকস্মিক মৃত্যু হয়েছে জন নরু কস্তা (৬০) নামের এক ব্যক্তির।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া খ্রিস্টান পাড়ায় ওই সিস্টারের বাড়িতে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকেল তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শ্যামলী গমেজ মারা যান। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ বনপাড়া খ্রিস্টান পাড়ার নিজ বাড়িতে পৌঁছালে নরু তাকে শেষবারের জন্য দেখতে যায়। শ্যামলী গমেজকে দেখার পর উঠে দাঁড়ালে সে আকস্মিক মাটিতে লুটে পড়ে ও মুহুর্তেই তার মৃত্যু হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চিকিৎসক সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি জানান, হৃদক্রিয়া বন্ধ হয়ে নুরুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর ২টায় দিনাজপুর জেলা শহরের ক্যাথলিক চার্চ শান্তি রাণী সিস্টার্স কবরাস্থানে সিস্টার শ্যামলী গমেজের মরদেহ সমাহিত করা হয়েছে। এর আগে দুপুর ১২টার দিকে বনপাড়ার খ্রিস্টান কবরাস্থানে নরুকে সমাহিত করা হয়।