হযরত উমার (রা:) মৃত্যুবরণ করবার সময় একটা করুণ আর হুলস্থূল সংকটের মুখে ছিল মুসলিম বিশ্ব। সেই সময় যিনি এর হাল ধরেন তিনি হযরত উসমান (রা:)। তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। ৬৪৪ থেকে ৬৫৬ পর্যন্ত খিলাফতে অধিষ্ঠিত ছিলেন।
উসমান (রা:) কুরাইশ বংশেরই মানুষ। কিন্তু নবীর গোত্রের নয়, বরং মক্কার সবচেয়ে প্রভাবশালী ও ধনী গোত্র উমাইয়াদের মাঝে তার জন্ম। মক্কার সমাজে একজন ধনী ব্যবসায়ী ছিলেন তিনি। তাকে গণি উপাধি দেওয়া হয়েছিল যার অর্থ ধনী।
তার কিছু মহামূল্যবান বাণী পাঠকদের জন্য তুলে ধরা হলো:
- শান্তির সাথে জীবন যাপন করার পরও যে ব্যক্তির আকাঙ্খা মিটে না,তার পক্ষে তৃপ্ত হওয়া সম্ভব না।
- আমল বিহীন এলেম অনেক সময় উপকারী হতে পারে।
- নিজের বোঝা যতই কম হোক না কেন তা অন্যের উপর চাপাতে চেষ্টা করোনা।
- জিহ্বার স্খলন পদস্খলনের চেয়েও বেশি বিপদজনক।
- মানুষের হক সম্পর্কে যে সচেতন নয় সে আল্লাহর হক সম্পর্কে কখনই সচেতন হতে পারেনা।
- যত দুরবস্থায়ই পতিত হও না কেন আদর্শের ক্ষেত্রে পরাজয় বরণ করোনা।