মায়ের কোলে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ভর্তির সুযোগ পাওয়া শারিরীক প্রতিবন্ধী ছাত্র হৃদয় সরকার ও তার মা সীমা সরকারকে সংবর্ধনা এবং আর্থিক পুরস্কার দিয়েছেন নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
মঙ্গলবার ( ৮ জানুয়ারি ) বিকেলে নিজ কার্যালয়ে তাদের জন্য বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে শুভেচ্ছা ও আর্থিক পুরস্কার তুলে দেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) শাজাহান মিয়া, সদর সার্কেল ফখরুজ্জামান জুয়েল প্রমুখ।
এ সময় জয়দেব চৌধুরী বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদেরকে সংবর্ধনা দিতে চেয়েছি এবং তা করতে পেরে আমরা পুলিশ প্রশাসনও গর্বিত বোধ করছি। ভবিষ্যতেও এই পরিবারটির পাশে থাকবে পুলিশ বিভাগ।
পুরস্কার প্রাপ্ত মা ও ছেলে হৃদয় সরকার ও সীমা সরকার পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, হৃদয় সরকারের মা সীমা সরকার শারিরীকভাবে অসহায় ছেলেকে কোলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন এমন একটি ছবি ভাইরাল হয়ে গেলে বিবিসির জরিপে বিশ্বের একশ শ্রেষ্ঠ মায়ের মধ্যে ৮১-তম স্থান লাভ করেন। অদম্য এই মা -ছেলেকে নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় অনেক খবর ছাপা হয়েছে।