খুলনাকে উড়িয়ে ঢাকার বিশাল জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ৮৩ রানের বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচেও বড় জয় তুলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। মঙ্গলবার (৮ জানুয়ারি) খুলনা টাইটান্সের বিপক্ষে ১০৫ রানের বড় জয় পেয়েছে সাকিবরা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯২ রান তোলে সাকিবের ঢাকা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ৮৭ রান তুলতেই গুটিয়ে যায় খুলনা।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ।

শুরুতে ব্যাট করতে নেমে ঢাকার দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই ও সুনীল নারাইন মিলে ৬৭ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ১৯ রানে ফেরেন নারাইন। এরপর জাজাইয়ের সঙ্গে ব্যাটিংয়ে আসেন রনি তালুকদার। দু’জন মিলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকেন। তবে দলীয় ১১০ রানে ব্যক্তিগত ২৮ রানে আউট হয়ে ফেরেন রনি। আর ৩ রানের ব্যবধানে ফেরেন ৩৬ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৭ রান করা হযরতউল্লাহ জাজাই।

এরপর ব্যাটিংয়ে আসেন দলের অধিনায়ক সাকিব। কিন্তু রান যোগ করার আগেই ক্যাচ দিয়ে শূন্য হাতে ফেরেন এই অলরাউন্ডার। এরপর ব্যাটে ঝড় তোলেন কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল। তবে দলীয় ১৬৮ রানে ক্যাচ দিয়ে ফেরেন ১৬ বলে ২ চার ও ২ ছক্কায় ২৭ রান করা পোলার্ড। আর তিন রানের ব্যবধানে ক্যাচ দিয়ে ফেরেন ২২ বলে ২৫ রান করা রাসেল।
এরপর শুভাগত হোম (১১) ও নুরুল হাসান সোহান (৯) অপরাজিত থেকে নিজেদের ইনিংস শেষ করেন।

খুলনার হয়ে পল স্টারলিং ২টি উইকেট নেন। এছাড়াও একটি করে উইকেট নেন ডেভিড উইস, মাহমুদউল্লাহ রিয়াদ ও আলী খান।

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top