পুঁজিবাজারে জেনে-বুঝে বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর

গ্রহণযোগ্য নির্বাচনের পরে পুঁজিবাজারে আস্থা ফিরেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল। তাই বিনিযোগকারীদের ধৈর্য ধরে জেনে-বুঝে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

একাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদে শপথ গ্রহণের পর আজ মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে এ আহ্বান জানান অর্থমন্ত্রী।  

মোস্তফা কামাল বলেন, ‘পুঁজিবাজারে তারাই আসবেন যারা শিক্ষিত, যারা পুঁজিবাজার বোঝে। এটার প্যাটার্ন অ্যান্ড ট্রেনিং সম্পর্কে জানতে হবে। এটি বার বার বুঝতে হবে। একদিন-দুদিনের জন্য কিছু পেলে সেটা নিয়ে চলে যাবে। কিন্তু পুঁজিবাজার তো একদিন-দুদিনের জন্য নয়। ’

অর্থনীতি চাঙ্গা করতে বিদেশি বিনিয়োগকারীদের সুযোগ দেওয়ার হবে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, ‘পাচার হওয়া অর্থ দেশে এনে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে।’

এ সময় খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল খোঁজারও তাগিদ দেন মোস্তফা কামাল।

অনুষ্ঠানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানরা ফুল নিয়ে নতুন মন্ত্রীকে অভিনন্দন জানান। 

লেটেস্টবিডিনিউজ.কম/পিএস  

Scroll to Top