প্রয়োজনে মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে : কাদের

একাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভায় সময়ে চাহিদা অনুযায়ী পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।  

ওবায়দুল কাদের বলেন, ‘ইশতিহার বাস্তবায়নের উপযোগী করেই নবীন ও প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে এ মন্ত্রিসভা সম্প্রসারণ ও পরিবর্তন হতে পারে।’

সেতুমন্ত্রী বলেন, ‘ট্রেডিশনাল টেকনোলজির সমন্বয়ে একটা ফাইন্ড ব্যালেঞ্চ করে মন্ত্রিসভা গঠন করা হয়েছে যাতে লক্ষ্য ও বাস্তবায়ন আরও সহজতর হয়। এখানে ভবিষ্যতে আরও সম্প্রসারণ হতে পারে। এটা সময়ে সময়ে চাহিদা অনুযায়ী পরিবর্তনও হতে পারে। এটা নিয়ে আমাদের দলের মধ্যে কোনো ভাঙন নেই। আমাদের দলের মধ্যে কোনো অসন্তোষ বা ফাটল ধরার কোনো কারণ নেই।’

নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মন্ত্রিসভায় নতুন মুখ আসায় অনেকেই ইতিমধ্যে প্রশংসা শুরু করেছেন। এখন জনগণ কীভাবে নতুন মন্ত্রিসভাকে গ্রহণ করে তাই দেখার বিষয়। প্রত্যাশার সঙ্গে বাস্তবতার মিল রেখে তারা কাজ করতে পারবেন বলে আশা রাখি। তারা ভালো করবেন।’

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top