কৃষিমন্ত্রী হিসেবে আজ শপথগ্রহণ করবেন কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক এই শিক্ষার্থীকে কৃষিমন্ত্রী হিসেবে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।
কৃষিবিদ হিসেবে কৃষির প্রত্যেকটি বিষয়ই তার জানা রয়েছে বলে দাবি এ পরিবারের সদস্যদের। কৃষিপ্রধান বাংলাদেশকে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। এদিকে কৃষিবিদ হিসেবে প্রথমবারের মত কৃষি মন্ত্রাণালয়ের দায়িত্বে আসছেন কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক।
জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক (নৌকা প্রতীকে) ২ লাখ ৮০ হাজার ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ধানের শীষ) সরকার সহিদ পেয়েছেন মাত্র ১৬ হাজার ৪০৬ ভোট।
২০০১ সালে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন আব্দুর রাজ্জাক। ২০০৮ সালের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হয়ে সরকারের খাদ্য মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃতীয় মেয়াদে এমপি হয়ে অর্থমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনে আড়াই লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়ে চতুর্থবারের মতো এ আসন থেকে জয়ী হন তিনি।
লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে