অর্থনৈতিক অগ্রযাত্রা, নারীর ক্ষমতায়ন, রোহিঙ্গা সংকট মোকাবিলা ও সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করে আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত সরকারপ্রধান শেখ হাসিনা। বিশ্লেষকদের মতে, দূরদর্শী নেতৃত্বগুণে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বনেতা হিসেবেও আবির্ভূত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা।
গেল এক দশক ধরে সরকারপ্রধান শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তিতে, যা সারাবিশ্বের নজর কেড়েছে।
দেশের এই অগ্রযাত্রার পেছনে শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক দর্শনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান। তাঁর মতে, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের অর্থনীতিতে উড়াল দেয়ার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, \’বাংলাদেশের উন্নয়নের এই পর্যায়ে শেখ হাসিনার নেতৃত্ব অনিবার্য। আমাদের যতদূর অগ্রগতি হয়েছে সেখান থেকে আরও এগিয়ে যেতে হলে প্রথমত, অর্জনকে সুসংহত করতে হবে। তারপর সামনে যে সমস্যা গুলো আসবে, সে গুলোকে ত্বরান্বিত করে সামনে এগিয়ে যাওয়া।\’
পার্বত্য শান্তি চুক্তি ও গঙ্গার পানি চুক্তি, স্থল সীমান্ত চুক্তি, সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আঞ্চলিক ও অভ্যন্তরীণ শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে দুনিয়ার অন্যতম সাহসী, সৎ ও দূরদর্শী নেতা হিসেবে মূল্যায়ন রাষ্ট্রবিজ্ঞানী হারুন অর রশিদ। তিনি আরও বলেন, \’তিনি আমাদের অতীত ইতিহাস সম্পর্কে যেমন সচেতন এবং বর্তমানকে ফেস করার জন্য প্রস্তুত। আবার ভবিষ্যত মুখী, তার দৃষ্টি ভবিষ্যতের দিকে। এবং সেখানে একটা কথাই বলি, তিনি একজন অত্যন্ত আধুনিক নেত্রী।\’
সন্ত্রাসবাদ দমনে শুন্য সহনশীল নীতি, রোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক অবস্থান নেয়া আর নারীর ক্ষমতায়নে জোরালো ভূমিকা রাখায় বহির্বিশ্বে শেখ হাসিনার অনন্য ভাবমূর্তি গড়ে উঠেছে বলে মন্তব্য করেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। বিশ্ব নেতাদের দৃষ্টিতে শেখ হাসিনার মূল্যায়ন সম্পর্কে তিনি আরও বলেন, \’সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান, আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে প্রতিবেশি দেশের সম্পর্ক উন্নয়ন এবং রোহিঙ্গা ইস্যু সবকিছু মিলিয়ে পৃথিবীর মানুষ তার প্রধানমন্ত্রী থাকাকালীন অর্জন গুলোকে ইতিবাচক ভাবে দেখছেন।\’
বঙ্গবন্ধুকন্যার স্বপ্নদর্শী নেতৃত্বে দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও মনে করেন বিশ্লেষকরা।
লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে