একাদশ সংসদে গঠিত হতে যাওয়া মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চার জন নারী জায়গা করে নিয়েছেন। তাদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবার শিক্ষামন্ত্রী হচ্ছেন।
সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এবারও একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হচ্ছেন বেগম হাবিবুন নাহার।
ডা. দীপু মনি ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। পরে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন পরবর্তী সরকারে মন্ত্রিসভায় ঠাঁই পাননি তিনি। এবার নতুন সরকারে আবারও মন্ত্রী হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে যাচ্ছেন দীপু মনি। তিনি চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন।
খুলনা-৩ আসন থেকে নির্বাচিত বেগম মুন্নুজান সুফিয়ান ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছিলেন। এবারও তিনি একই মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।
আর বাগেরহাট-৩ আসন থেকে নির্বাচিত বেগম হাবিবুন নাহার প্রথমবারের মতো উপমন্ত্রী হচ্ছেন। তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তার অধীনে থাকছে চারটি মন্ত্রণালয় ও দুটি বিভাগ।