সাইকেলের ধাক্কায় বেঁকে গেছে গাড়ি!

গাড়ির ধাক্কায় রিকশা কিংবা সাইকেল আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা বেশ স্বাভাবিক। প্রায়ই এমনটা দেখা যায় যে গাড়ির ধাক্কা লেগে সাইকেল বেঁকে গেছে। কিন্তু যদি উল্টো কথা শোনেন? মানে, যদি শোনেন সাইকেলের ধাক্কায় বেঁকে গেছে গাড়ি! অবাক করা এমন ঘটনাই বাস্তবে ঘটেছে। এমন একটি ছবিই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। 

ছবিটিতে দেখা যাচ্ছে, একটি সাইকেলের ধাক্কায় একটি গাড়ির সামনের অংশ বেঁকে গেছে। দক্ষিণ চীনের শেনজেন শহরে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে। আশ্চর্যজনক ব্যাপার হলো, গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও এতে সাইকেলটির বিন্দুমাত্র ক্ষতি হয়নি। 

ছবিটি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছেন অনেকেই। কেউ কেউ ছবিটিকে এডিটিং এর কারসাজিও বলেছেন। তবে স্থানীয় পুলিশ প্রশাসন তাদের সেই ধারণাকে ভুল বলে জানিয়েছেন, এমন ঘটনা সত্যিই ঘটেছে। স্থানীয় পুলিশরা ইউটিউবে ঘটনার সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছেন। 

লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে

Scroll to Top