বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী এ শোক জানান।
এছাড়াও তুখোড় এই নেতার মৃত্যুতে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরও শোক প্রকাশ করেছেন।
এর আগে, ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে সৈয়দ আশরাফ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সাড়ে ৯টায় সৈয়দ আশরাফ মারা যান বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।