একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকায় জনগণ সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে পূর্বাচলে জলসিড়ি আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচনের দিন কিছু হতাহতের ঘটনা ঘটলেও সাধারণ মানুষ নিরাপদে ছিল। সেনাবাহিনীর ঐতিহ্য ক্ষুন্ন হয় এমন কোনও কাজ নির্বাচনের দিন হয়নি। সেনাবাহিনী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে, সারা দেশে এক হাজার টহল দিয়েছে। যার ফলে মানুষ আশ্বস্ত হয়ে ভোট দিতে গেছেন।
তিনি আরও বলেন, সুনির্দিষ্ট কাজ থাকায় চাইলেই সব ক্ষেত্রে সেনাবাহিনী কাজ করতে পারবে না।
লেটেস্টবিডিনিউজ.কম/কেএস