নিজেই নিজের শপথ নিলেন স্পিকার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ায় নিজেই নিজের শপথবাক্য পাঠ করলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তিনি এই শপথ পড়েন।সংবিধান অনুযায়ী, স্পিকার নিজেই নিজের শপথ পড়বেন। পরে স্পিকার হিসেবে তিনি নির্বাচিত অন্য সদস্যদের শপথ পড়াবেন।

শপথ শেষে সরকার ও বিরোধী দলের সদস্যরা বৈঠক করে নিজেদের সংসদ নেতা নির্বাচন করবেন।এর আগে গত মঙ্গলবার নতুন নির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। আজ নির্বাচিতরা শপথ না নিলে ৯০ দিনের মধ্যে তাদের আসন শূন্য হবে। এর ফলে ওই আসনে ফের উপনির্বাচন হবে।

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top