মন্ত্রিত্ব পেতে পারেন হাবিবুর রহমান মোল্লা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত হতে যাচ্ছে নতুন সরকার। নতুন সরকারের নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, পুরনোদের মধ্যে কারা থাকছেন, আবার নতুন করেই বা কারা আসছেন, কে পাচ্ছেন কোন দফতর- এমন নানা প্রশ্ন এখন সবার মনে। পুরনো আর নতুনদের নিয়েই গঠিত হচ্ছে এবারের মন্ত্রিসভা। নতুন এমপিদের মধ্যে প্রবীণ রাজনীতিবিদ ও তরুণরাও প্রাধান্য পেতে যাচ্ছেন আগামী সরকারের মন্ত্রিসভায়। তবে পুরনোদের মধ্যে বেশ কয়েক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কপাল পুড়তে পারে। নানা কারণে বিতর্কিত হওয়াই মন্ত্রিত্ব হারাতে হচ্ছে তাদের- এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের হাইকমান্ড সূত্র।

এবারের মন্ত্রিসভা গঠন নিয়ে রয়েছে অনেক জল্পনা আর কল্পনা। আলোচনায় রয়েছেন অনেকেই। তাদের মধ্যে মন্ত্রী পদে আলোচনায় যারা রয়েছেন তাদের মধ্যে একজন হলেন ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। তিনি একাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন। তিনি ২ লাখ ২০ হাজার ৮৩ ভোট পেয়ে এই আসন থেকে জয় লাভ করেন। তার নিকটতম বিএনপির মো. নবীউল্লাহ পান ৬৭ হাজার ৫৭২ ভোট।

প্রবীণ রাজনীতিবিদ ও এলাকার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বর্তমান সরকারের নতুন মন্ত্রিসভায় তার নাম আলোচনায়। এই আসন থেকে এইবার নিয়ে টানা তিনবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৮০ বছর পার হওয়া প্রবীণ রাজনীতিবিদ হাবিবুর রহমান মোল্লা।

হাবিবুর রহমান মোল্লা ছাড়াও এবারের নতুন মন্ত্রিসভায় যারা আলোচনায় রয়েছেন তারা হলেন, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইন ও বিচার বিষয়ক মন্ত্রী ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি আব্দুল মতিন খসরু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও টাঙ্গাইল-১ আসনের এমপি আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহবুবউল আলম হানিফ ও চাঁদপুর-৩ আসনের এমপি দীপু মনি। আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পিরোজপুর-১ আসনে নির্বাচিত শ ম রেজাউল করিম, দিনাজপুর-৩ আসনের এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-২ আসনের নির্বাচিত এমপি এনামুল হক শামীম।

এ ছাড়া আলোচনায় রয়েছেন চাঁদপুর-৫ আসনের বর্তমান নির্বাচিত অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীর উত্তম। ময়মনসিংহ-৭ আসনের নির্বাচিত রুহুল আমিন মাদানী, আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের নির্বাচিত এমপি অসিম কুমার উকিল, চট্টগ্রাম-৮ আসনের নির্বাচিত মইনুদ্দিন খান বাদল, সিলেট-১ আসনে নির্বাচিত একে আব্দুল মোমেন, ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত রমেশ চন্দ্র সেন, রংপুর-৪ আসনে নির্বাচিত টিপু মুনশি, নাটোর-৪ আসনে নির্বাচিত অধ্যাপক আব্দুল কুদ্দুস, পাবনা-১ আসনে নির্বাচিত শামসুল হক টুকু, পটুয়াখালী-২ আসনের নির্বাচিত আ স ম ফিরোজ, ঠাকুরগাঁও-২ আসনে নৌকার প্রার্থী হয়ে বিজয়ী নেতা দবিরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মৃণাল কান্তি দাস ও মৌলভীবাজার-৪ আসনের এমপি অধ্যাপক আব্দুস শহিদ।

যারা প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনে নির্বাচিত মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিরাজগঞ্জ-২ আসনের নির্বাচিত হাবিবে মিল্লাত মুন্না, নওগাঁ-৬ আসনে নির্বাচিত ইসরাফিল আলম, যশোর-৪ আসনের নৌকার প্রতীকে নির্বাচিত রণজিৎ কুমার রায়, সাতক্ষীরা-৪ আসনের এমপি শ ম জগলুল হায়দার, গাজীপুর-২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৪ আসনের এমপি সিমিন হোসেন রিমি প্রমুখ।

লেটেস্টবিডিনিউজ.কম/পিএস  

Scroll to Top