৫ বছর পর ফিরেছেন ক্লোজআপের বিউটি

৫ বছর পর আসছে ক্লোজআপ ওয়ান তারকা, লালনকন্যা-খ্যাত কণ্ঠশিল্পী নাসরিন অক্তার বিউটির \’পাষাণ বন্ধু\’ গানের মিউজিক ভিডিও। ৭ অক্টবর তার জন্মদিন, সেই উপলক্ষে \’পাষাণ বন্ধু\’ মিউজিক ভিডিওটি প্রকাশ করবেন বিউটি।

মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নাদিম খান ও রাজ রিপা। গত ২০ ও ২১ সেপ্টেম্বর টানা দুই দিন গাজীপুরের একটি শুটিং হাউসে গানের শুটিং শেষ হয়েছে। বর্তমানে গানের এডিটিং এর কাজ চলছে।

দুই বছরের বিরতির পর বিউটি গত রোজার ঈদে প্রকাশ হয় জিয়াউদ্দিন আলম ফিচারিং বিউটির পঞ্চম একক অ্যালবাম \’পাষাণ বন্ধু\’। অ্যালবামটি প্রকাশ হয়েছে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। সেই অ্যালবামের টাইটেল গান \’পাষাণ বন্ধু\’। গানটির কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম, সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।

নতুন গানের গানের মিউজিক ভিডিও প্রসঙ্গে বিউটি বলেন, প্রায় ৫ বছর পর আমার নতুন গানের মিউজিক ভিডিও আসছে। মিউজিক ভিডিও প্রকাশ করব আমার জন্মদিন ৭ অক্টোবর।

তার আগের দিন \’পাষাণ বন্ধু\’ জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

\’মাঝখানে আমি মা হয়েছি। বাচ্চা বড় হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। বাচ্চার বয়স এখন দুই বছর। এবার পুরোদমে কাজে ফিরেছি। \’পাষাণ বন্ধু\’ অ্যালবামের গানগুলো মৌলিক। আমি সব সময়ই ফোক ধাঁচের গান করি। এবারও এর ব্যতিক্রম হয়নি। একটু সময় নিয়ে এই অ্যালবাম করেছি,\’ বলেন বিউটি।

উল্লেখ্য, এ পর্যন্ত বিউটির তিনটি একক, একটি দ্বৈত ও কিছু মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময় : ১৪০৫ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ