আজকের ম্যাচটিই বাংলাদেশের জন্য ফাইনাল!

যুব সাফে এবার শিরোপা নির্ধারিত হবে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার ভিত্তিতে। ৫ দলের অংশগ্রহণে রাউন্ড রবিন পদ্ধতিতে চলমান এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম দুই ম্যাচ জিতে শিরোপার লড়াইয়ে সবচেয়ে অগ্রগণ্য। শেষ দুটি ম্যাচ এখনও বাকি। তবে নেপালের বিপক্ষে তৃতীয় ম্যাচটি বাংলাদেশের বিবেচনায় ফাইনাল। কারণ এই ম্যাচ জিতে গেলে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে লাল-সবুজের দল।

আজ সোমবার নেপালকে হারাতে পারলে সেই মিশনের দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন তারা। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথিাং স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। ভারত ও মালদ্বীপের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান বাংলাদেশের। আজ জিতলে প্রায় কাছাকাছি চলে যাবে শিরোপার। অপরদিকে ভুটানের বিপক্ষে হার ও মালদ্বীপের বিপক্ষে জয়ে নেপালের অর্জন তিন পয়েন্ট।

বাংলাদেশের কোচ মাহবুব হোসেন রক্সি নেপালের বিপক্ষে এই ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘নেপালের ম্যাচটিই আমাদের জন্য ফাইনাল। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, নেপালকে হারাতে পারলেই শিরোপা অনেকাংশে নিশ্চিত হয়ে যাবে। তাদের বিপক্ষে জয়ের সামর্থ্য আমাদের আছে।’

দুই বছর আগে যুব সাফে গ্রুপপর্বে নেপালের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। বর্তমান অধিনায়ক টুটুল হোসেন বাদশাসহ সেই দলের ৫ জন আছে এবারও| তাই প্রতিশোধের মিশন হিসেবে ম্যাচটিকে নিতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘নেপালকে হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ। আজকের ম্যাচটি যেমন ফাইনাল, তেমনি আমাদের জন্য প্রতিশোধেরও।’

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

 

Scroll to Top