ডাক্তার বাঁচালেন প্রাণ, বাবা চাইলেন ক্ষতিপূরণ!

হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারালেন ছেলে। পড়িমরি করে তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ইমার্জেন্সি রুমে নিবিড় চিকিৎসার পর জ্ঞান ফিরল। পাঠিয়ে দেওয়া হলো বিশ্রামের জন্য।

এরপর ছেলের বাবার কাছ থেকে ডাক্তাররা নিশ্চয়ই একটি ধন্যবাদ আশা করতে পারতেন। কিন্তু না, ছেলেটির বাবা তাদের ধরিয়ে দিলেন একটি ক্ষতিপূরণের ফর্দ। তার দাবি, ডাক্তাররা ছিড়ে ফেলেছে ছেলের পরনের কাপড়, হারিয়েছে টাকা, পরিচয়পত্রসহ আরও কিছু জিনিসপত্র। আর এজন্য ক্ষতিপূরণ বাবদ ১৫০০ ইউয়ান দাবি করে বসেন তিনি।

চীনের হুবেই প্রদেশের জোংনান হাসপাতালের ডাক্তাররা এই ফর্দ পেয়ে রীতিমতো অবাক। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবুতে ছড়িয়ে পড়ে এই খবর। আর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে তা। অবশ্য এজন্য ছেলের বাবাই সমালোচিত হচ্ছেন বেশি।

আর ডাক্তাররা? অনেকটা বোধ হয় অধিক শোকে পাথর হয়ে ১ হাজার ইউয়ান দিয়ে দিয়েছেন রোগীর বাবাকে। সাংহাই পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ডাক্তার বলেন, অনেকের কাছে হয়তো ১ হাজার ইউয়ান কোনো টাকা নয়, তবে ওই বাবার কাছে তা অনেক গুরুত্বপূর্ণ। সে কারণেই টাকাটা দিয়ে দেওয়া হয়েছে তাকে। সূত্রঃ এনডিটিভি

বাংলাদেশ সময় : ১৮১৮ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top