নওগাঁয় বাসের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত

নওগাঁ সদরের বাইপাস সড়কে জেলখানা এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুল জব্বার মেম্বারের ছেলে শিক্ষানবিস এ্যাডভোকেট সোহেল রানা (২৮) ও নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং যমুনা ব্যাংকের সিকিউরিটি গার্ড মাসুদ রানা (৪২)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানায় পুলিশ।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বাসস্ট্যান্ড থেকে একটি বাস ধোয়ার জন্য কারখানায় নেওয়া হচ্ছিল। বাসটি বাইপাস সড়কের জেলখানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে ঘটনাস্থলেই নিহত হন।
এঘটনায় নওগাঁ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময় : ১২৫৫ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top