\’কয়েক সপ্তাহের মধ্যে দৃশ্যমান হবে পদ্মাসেতু\’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পদ্মা সেতুর মূল কাঠামো দৃশ্যমান হবে।

আজ শুক্রবার নারায়নগঞ্জের সোনারগাঁয়ে একটি অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের র‍্যাংগস মোটরস ও ভারতের মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রার যৌথ উদ্যোগে থ্রিহুইলারে যন্ত্রাংশ সংযোজন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, আমি আজই পদ্মা সেতুর নির্মাণ কাজ দেখে এসেছি। পানির চাপ কিছুটা কমেছে।

সেতুর প্রকৌশলীদের বরাত দিয়ে মন্ত্রী বলেছেন, দুই এক সপ্তাহের মধ্যেই মূল স্প্যান বসানোর কাজ হবে। সেগুলো শেষ হলেই আমাদের স্বপ্নের সেতু দৃশ্যমান হয়ে উঠবে।

চলতি বছরের জুনের শেষ দিকেই এই সেতু দৃশ্যমান করতে স্প্যান বসানোর কথা থাকলেও তা হয়ে ওঠেনি। টেকনিক্যাল কাজগুলো শেষ না হওয়ায় আগস্টে হবে বলে জানানো হয়। তবে সেটিও হয়নি। আশা করা হয়েছে দুই এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকেই জাজিরা পয়েন্টে স্থাপিত দুইটি পিলারের ওপর পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ শুরু করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুর রউফ চৌধুরী। এসময় উপস্থতি ছিলেন, মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রার সিইও দীলিপ ব্যানার্জি ও কোম্পানিটির ইন্টারন্যাশনাল অপারেটর অফিসার অরবিন্দ ম্যাথুও।

বাংলাদেশ সময় : ২৩১৮ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top