ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী-নেকমরদ সড়কে কোচ ও চার্জার গাড়ির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের ফাঁড়াবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দমকল বাহিনীর সদস্যরা জানান, শুক্রবার সন্ধ্যা ৭ টায় জেলার রাণীশংকৈল থেকে ঢাকাগামী রোমার এন্টার প্রাইজ নামে একটি নৈশ কোচ নেকমরদ হয়ে বালিয়াডাঙ্গী অভিমুখে আসছিল। পথিমধ্যে ওই সড়কের ফাঁড়াবাড়ি নামক স্থানে নৈশ কোচটি একটি অটো চার্জারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে জুনায়েদ (৩) ও মনজু (৩০) নামে দু’জন নিহত হয়।

এ ঘটনায় মনসুর (২০), সুমন (১৪), পারুল (২৭), জাহাঙ্গীর (৩০), হাকিমা (৫০) ও সমির (৫) ও ফজলে রাব্বি (দেড়বছর) আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ও নিহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময় : ২২১৮ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top