মারা গেলেন বিশ্বের সবচেয়ে ধনী নারী

ফরাসি প্রসাধন সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান লরিয়ালের উত্তরাধিকারী বিশ্বের সবচেয়ে ধনী নারী লিলিয়ান বেতনক্যুঁ মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার তার পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

মৃত্যুর আগে লিলিয়ানের বয়স হয়েছিল ৯৪ বছর। খবর সিএনএনের।

বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস ও ব্লুমবার্গের বিলিওনিয়ার সূচক অনুযায়ী, তিনি বিশ্বের সবচেয়ে ধনী নারী। লিলিয়ানের মোট সম্পদের পরিমাণ প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলার। বর্তমানে লরিয়াল কোম্পানির মালিকানার ৩৩ শতাংশ বেতনক্যুঁ পরিবারের হাতে রয়েছে। এই কোম্পানির বিখ্যাত ব্র্যান্ডের মধ্যে রয়েছে লঁকোম, গার্নিয়ার ও লাঁ হোস-পুসে।

লিলিয়ান ১৫ বছর বয়সে একজন শিক্ষানবিশ হিসেবে বাবার কোম্পানিতে যোগ দিয়েছিলেন। ১৯৫৭ সালে তিনি কোম্পানির মালিকানার উত্তরাধিকার পান। ২০১২ সাল পর্যন্ত কোম্পানির বোর্ডসভায় প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

৮৯ বছর বয়সে কাজ থেকে অবসর নিয়েছিলেন লিলিয়ান।

বাংলাদেশ সময় : ২২০১ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

 

Scroll to Top