এ কোন লিভারপুল!

যারা শেষ দুই সপ্তাহ ঐতিহ্যবাহী এই ক্লাবটির খেলা দেখছেন, তারা এই প্রশ্ন করতে বাধ্য। শনিবার প্রিমিয়ার লিগে ব্রুনিলর বিপক্ষে ৩৫ বার গোলে শট নিয়েও ‘ড্র’ নিয়ে ফিরতে হয়েছিল তাদের। মঙ্গলবার রাতে ইএফএল’র ক্যারাবাও কাপ থেকে লেস্টার তাদের বিদায় করেছে। এদিন ২১ বার গোলে শট নিয়ে জালের দেখা পায়নি দলটি।

লেস্টার এবার আর আগের মতো ছন্দে নেই। তবু এই টুর্নামেন্ট থেকে লিভারপুলকে বিদায় করতে দারুণ ফুটবল খেলেছে দলটি।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৬৫ মিনিটের সময় সিনজি ওকাজাকি গোল করে লিভারপুলকে এগিয়ে দেন।

৭৮তম মিনিটে দেখার মতো গোল করেন ইসলাম সিলিমানি। বাঁপায়ের নান্দনিক শটে টপকর্নার দিয়ে জাল খুঁজে নেন তিনি।

অথচ প্রথমার্ধে চিত্র ছিল অন্যরকম। কৌতিনহো দাপট দেখিয়ে মুগ্ধ করেন। কিন্তু অবাক করার বিষয় হলো লিভারপুল বস ক্লপ সেই কৌতিনহোকে বিরতির পর বসিয়ে দেন! এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে।

অন্যদিকে জার্মানির বুন্দেস লিগায় এফসি সালকেকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। গোল পেয়েছেন লেভান্ডোভস্কি, রদ্রিগেজ এবং ভিদাল।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top