রুয়েট হলে বোমা বিস্ফোরণ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি হলে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার বিকালে শহীদ জিয়াউর রহমান হলে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, হলের ৩০৬ নম্বর কক্ষের সামনে বেলা সাড়ে ৪টার দিকে হাতবোমা বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা এটা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

মতিহার থানার ওসি মেহেদি হাসান জানান, রুয়েটে একটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে এবং আরেকটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top