পাঁচ পা নিয়ে জন্মালো বাছুর, চারদিকে হইচই!

গণেশ রূপ থেকে কৃষ্ণ রূপ। নানা অবতারে জন্ম নিয়ে অনেক সময়েই তাক লাগিয়ে দিয়েছে শ্রীকৃষ্ণের সহচর। এবারে পাঁচ পা নিয়ে জন্মানো এক বাছুরকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো কলকাতা লাগোয়া মহেশতলায়।

এ দিন সকাল ছ’টা নাগাদ মহেশতলার ২৪ নম্বর ওয়ার্ডের চন্দননগরে শেখ জিয়াউল হকের বাড়িতে একটি বাছুর জন্মগ্রহণ করে। জন্মের পরেই পরিবারের সদস্যরা লক্ষ্য করেন, বাছুরটির ঘাড়ের কাছ থেকে একটি পায়ের মতো অঙ্গ রয়েছে।

বাছুরের এই বিশেষ রূপের কথা মুহূর্তে ছড়িয়ে পড়ে। বাছুরটিকে দেখতে প্রতিবেশীরা শেখ জিয়াউলের বাড়িতে ভিড় জমাতে শুরু করেন। মুখে মুখে ছড়িয়ে পড়ে, দৈব রূপ নিয়ে জন্মেছে বাছুর। বেলা বাড়তেই তাই বাছুর দর্শনে উৎসাহী মানুষের ভিড় বাড়তে থাকে।

অভিনব দর্শন এই বাছুরকে পেয়ে অভিভূত শেখ জিয়াউলের পরিবারও। ওই যুবকের কথায়, ‘আল্লাহ্ যা করেন, ভালর জন্যই করেন।’’

বাছুর দর্শন করে ‘পুণ্যলাভ’ করার জন্য অবশ্য হিন্দু-মুসলিম সব ধর্মের মানুষই ভিড় জমিয়েছেন। সদ্য জন্মানো বাছুর আর তার মা অবশ্য তাদেরকে ঘিরে এই ভিড় দেখেই বেশ কিছুটা ঘাবড়ে গিয়েছে। সূত্রঃ এবেলা 

বাংলাদেশ সময় : ১৩৪৮ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top