নেইমারদের জয়রথ চলছেই

লিগ ওয়ানের ম্যাচে লিওঁকে ২-০ গোলে হারিয়ে টানা ছয় নম্বর জয় পেয়েছে পিএসজি। গোল পাননি নেইমার, কিলিয়ান এমবাপে, এডিসন কাভানিদের কেউ। তবে কে করল পিএসজির হয়ে গোল? মজার কথা হলো, গোল করেননি পিএসজির কেউই। তবু জিতেছে তারাই। আত্মঘাতী থেকে পিএসজিকে দুটি গোলই যে উপহার দিয়েছে লিওঁ।

রোববার রাতে নিজ মাঠে শুরু থেকেই সমর্থকদের হতাশ করেন নেইমাররা। আগের ম্যাচগুলোতে ছন্দের মায়ায় মোহাবিষ্ট করা নেইমার-এমবাপে-কাভানি ত্রয়ী এদিন যেন কেমন ম্রিয়মাণ। তাদের মুন্সিয়ানা দেখা যায়নি, তাই ধারহীন হয়ে পড়ে আক্রমণভাগ। তবে প্রতিপক্ষ যদি ঠিক করে জিতুক পিএসজিই। তাহলে আর কি করা! দুই দুটি আত্মঘাতী গোলের আর কি ব্যাখ্যাই বা আছে।

অথচ প্রথমার্ধে পিএসজিকে চাপে রেখে হতাশ করতে থাকে লিওঁ। নেইমাররা দুএকবার আক্রমণে গেলেও তাতে গোলমুখ খুলেনি। বিরতির পরও বহাল থাকে এই ধারা। ৭৫ মিনিটে গিয়ে ভাগ্যদেবী চোখ তুলে তাকায় উনাই এমেরির দলের দিকে। মিডফিল্ডার লো সেলসোর ক্রসে পা লাগিয়েছিলেন কাভানি। কিন্তু লিওঁর মার্সেলোর গায়ে লেগে তা ঢুকে যায় জালে।

খানিক পর নিজেদের পায়ে দেওয়া একটি গোল করার সুযোগ এসেছিলো পিএসজির সামনে। এমবাপেকে বক্সে ফেলে দিলে পাওয়া পেনাল্টি হেলায় নষ্ট করেন কাভানি। তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ৮৫ মিনিটে গিয়ে নেইমারের পাস থেকে বল পেয়ে এগিয়ে যাচ্ছিলেন এমবাপে। তবে তার নেয়া শট ফিরিয়েও দিয়েছিলেন গোলরক্ষক কিন্তু নিজেদের ডিফেন্ডার জেরমি মোরেলের গায়ে লেগে তা উল্টো ঢুকে যায় জালে। কপাল বলতে হয় পিএসজির!

ছয় ম্যাচ থেকেই পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন মোনাকো।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top