ফোন কম্পিউটারের সঙ্গে চার্জ দিলেই সব শেষ!

ডেটা কেবল ফোনের সঙ্গে যুক্ত করে ফোনটিকে কম্পিউটারের সঙ্গে লাগিয়ে চার্জে বসিয়ে দিলেন। আর এই কাজটি করার ফলে আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে!

বিশ্বখ্যাত অ্যান্টি ভাইরাস প্রস্তুতকারী সংস্থা ক্যাসপারস্কি এমনই দাবি করছে। সংস্থাটির গবেষক অ্যালেক্সি কোমারভ সতর্ক করে বলছেন, ‘আপনার ডিভাইস আইডি ট্র্যাক করে গোপনে তাতে অ্যাডওয়্যার কিংবা র‌্যানসামওয়্যার ঢুকিয়ে দেওয়া হতে পারে।’

ক্যাসপারস্কি জানাচ্ছে, এতে আপনার ফোনের নাম, নির্মাতা, সিরিয়াল নম্বর, অপারেটিং সিস্টেম সংক্রান্ত তথ্য, ফাইল সিস্টেম, ইলেকট্রনিক চিপ আইডি সবকিছুই চলে যেতে পারে হ্যাকারদের দখলে।

তবে এই হ্যাকিং থেকে মুক্তির উপায়ও জানিয়ে দিয়েছেন গবেষকরা।

সেগুলো হল-
১. ইউএসবি চার্জিং পয়েন্ট ও কম্পিউটার কেনার সময় একমাত্র বিশ্বস্ত কোম্পানিরই কিনুন।
২.মোবাইল ফোনকে সব সময় পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। কিংবা ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশনের মতো ব্যবস্থা থাকলে তো কথাই নেই।
৩.ফোনে সব সময় অ্যান্টি ভাইরাস ইনস্টল করে রাখুন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top