পাওলিনহোতেই এবার মান বাঁচালো বার্সা

Paulinhoনেইমার পিএসজিতে চলে যাওয়ার পর বার্সা খুঁজে নিলো আরেক ব্রাজিলিয়ান পাওলিনহোকে। আর ন্যু ক্যাম্পে সদ্য যোগ দেয়া সেই পাওলিনহোতেই এবার মান বাঁচালো বার্সা।

লা লিগায় মৌসুমের চার নম্বর ম্যাচে স্বাগতিক গেটাফেকে ২-১ গোলে পরাজিত করে কষ্টের জয় পেয়েছে ভালভার্দের শিষ্যরা।

শনিবার স্থানীয় সময় বিকেলে শুরু হওয়া ম্যাচের প্রথম থেকেই অনুজ্বল ছিলেন আগের ম্যাচেই এসপানিওলের বিপক্ষে হ্যাটট্রিক করা লিওনেল মেসি। বন্ধু লুইস সুয়ারেজও ছিলেন ছন্দছাড়া।

দুই পক্ষের আক্রমণ প্রতিআক্রমণের মুখে ম্যাচের ৩৯ মিনিটে লিড পায় স্বাগতিকরা। ফুল-ব্যাক দামিয়ান সুয়ারেসের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে মার্কেল বের্গারা সুযোগটা তৈরি করে দিয়েছিলেন। বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে উপরের ডান কোণ দিয়ে বল জালে পাঠান জাপানি মিডফিল্ডার শিবাসাকি। লা লিগায় এ মৌসুমে প্রথমবারের মতো বল ঢুকলো বার্সেলোনার জালে। এর ঠিক ৫ মিনিট পর আবারও দারুণ এক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি গেটাফে।

১-০ গোলে পিছিয়ে থেকেই দ্বিতীয়ার্ধ শুরু করে মেসি-পিকেরা। কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলের দেখা কিছুতেই পাচ্ছিল না বার্সা। ম্যাচের তখন ৬২ মিনিট। ইনিয়েস্তার বদলি হিসেবে নামা ডেনিস সুয়ারেজের গোলে ম্যাচে সমতা ফেরায় কাতালনার। ডান দিক থেকে সের্হি রবের্তোর কাটব্যাকে বল থামিয়ে ঠান্ডা মাথায় উঁচু শটে বাঁ পাশের জালে জড়ান স্পেনের এই মিডফিল্ডার।

ম্যাচের বাকি সময়টুকু দুপক্ষেই খেলা চলে সমান তালে। ৮২ মিনিটে দারুণ এক সুযোগ পায় গেটাফে। কাজে লাগাতে পারলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো। কিন্তু আবারও মিস।

তবে চাঞ্চ মিসের পাত্র নন লা লিগায় ক্যারিয়ারের প্রথম গোলের অপেক্ষায় থাকা ব্রাজিলয়ান তারকা পাওলিনহো। মেসির বাড়িয়ে দেয়া বলটি এক প্রকার গায়ের জোরে ডিফেন্ডারদের দেয়াল ভেদ করে ডান দিক থেকে কোণাকোনি শটে জালে পাঠিয়ে বার্সাকে জয় এনে দেন মৌসুমে চীন থেকে বার্সায় পাড়ি জমানো বার্সার এই নয়া ব্রাজিলয়ান।

মৌসুমে লা লিগায় খেলা চার ম্যাচের চারটিতেই জয় তুলে নিয়ে বার্সার পয়েন্ট এখন ১২। এক ম্যাচ কম খেলা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের পয়েন্ট ৫।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top