রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে বাঁচা-মরার ম্যাচে জায়গা মেলেনি গঞ্জালো হিগুয়েইনের। পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দুটি মেসিদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। শুক্রবার হিগুয়েইনকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ জর্জ সাম্পাওলি।
সর্বশেষ উরুগুয়ে এবং ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচেও দলে ডাক পাননি জুভেন্টাসের আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়েইন। তবে ডাক পেয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। সাম্পাওলির মন জয় করা দলের নবীন দুই খেলোয়াড় হলেন জেনিত মিডফিল্ডার এমিলিয়ানো রিগোনি এবং ফিওরেন্টিনার ডিফেন্ডার জার্মান পেজেল্লা।
এদিকে ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ব্রাজিল আগামী মাসে চিলি ও বলিভিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ খেলবে। সেজন্য প্রথমবারের মতো চার খেলোয়াড়কে দলে ডেকেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে। ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার দানিলো ও গ্রেমিওর ডিফেন্সিভ মিডফিল্ডার আর্থারকে ডেকেছেন তিতে।
তবে বড় চমক শাখতার দোনেৎস্কের মিডফিল্ডার ফ্রেড ও চীনের ক্লাব শ্যানডং লুনেংয়ের স্ট্রাইকার ডিয়েগো তারদেল্লির ডাক পাওয়া। বাদ পড়েছেন টাইসন, রদ্রিগো কাইও, ফাগনার, জুলিয়ানো ও লুয়ান। নেইমার, কোটিনিহো এবং জেসুসরা ঠিকই রয়েছেন কোচের পছন্দের তালিকায়। সূত্র- গোল.কম
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম