মানুষের ঢলে মহানায়কের শেষ বিদায়!

সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য ২২ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় নায়করাজ রাজ্জাকের মরদেহ। এদিকে বৈরি আবহাওয়া উপক্ষো করে সকাল থেকেই এখানে লাইনে এসে দাঁড়িয়েছেন অসংখ্য নায়করাজ রাজ্জাকের ভক্ত। এসেছেন প্রিয় নায়ককে শেষ শ্রদ্ধা জানাতে।

দুপুর ১২টা ২২ মিনিটে নায়করাজ রাজ্জাকের মরদেহ নিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়িটি কেন্দ্রীয় শহীদ মিনারে আসে। এখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অস্থায়ী মঞ্চে এনে রাখা হয় রাজ্জাকের মরদেহ।

চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠন ফুল ও পুষ্পস্তবক দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সড়ক পরিরহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ অনেকে।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর ১টা ১০ মিনিটে নায়করাজ রাজ্জাকের মরদেহ জানাজার জন্য গুলশানে আজাদ মসজিদে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top