সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সুজন ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে এ ধর্ষণের ঘটনাটি ঘটে।
কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়াদুল হক বলেন, কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকার এক তরুণীর সঙ্গে মাস খানেক আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সুজন ইসলাম।
বৃহস্পতিবার রাতে সুজন কৌশলে ওই তরুণীকে কৃষ্ণনগর এলাকার হালুর বাগানে ডেকে নিয়ে আসে। এরপর সুযোগ বুঝে তরুণীকে ধর্ষণ করে। তরুণীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ধর্ষককে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময় : ১৬১৪ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ