জাপানকে বোমা মেরে ডুবিয়ে দেয়ার হুমকি উ. কোরিয়ার

পারমাণবিক অস্ত্র ব্যবহার করে জাপানকে ডুবিয়ে দেয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। সাম্প্রতিক পারমাণবিক পরীক্ষার জেরে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরোপিত নিষেধাজ্ঞায় সমর্থন জানানোয় জাপানকে এই হুমকি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় একটি সংস্থা এই হুমকি দিয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

দেশটির প্রোপাগান্ডা এবং বৈদেশিক সম্পর্কবিষয়ক সংস্থা কোরিয়া এশিয়া-প্যাসিফিক পিস কমিটি ওই হুমকির পর নিরাপত্তা পরিষদকে ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের এই নিরাপত্তা পরিষদকে ‘শয়তানদের হাতিয়ার’ হিসেবে উল্লেখ করে বলছে, যুক্তরাষ্ট্রের নির্দেশ উপেক্ষাকারী দেশগুলোর কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার জন্য এই পরিষদ গঠন করা হয়েছে।

‘জুচের পারমাণবিক বোমা ব্যবহার করে চারটি দ্বীপপুঞ্জের এই রাষ্ট্র ডুবিয়ে দেয়া উচিত। আমাদের পাশে টিকে থাকার কোনো প্রয়োজন নেই জাপানের।’ কোরিয়া এশিয়া-প্যাসিফিক পিস কমিটির এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সময় : ১৪৩৫ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top