দুর্যোগে হাল ধরতে একসঙ্গে পাঁচ মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হলেও সারা জীবন তারা পেনশন পান। তাই বলে কোনো কাজ না করেই যে এ পেনশন ভোগ করেন এমন নয়। তারা বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে সবসময় নিজেদের নিযুক্ত রাখেন। দেশের প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

সম্প্রতি হারিকেন হার্ভে ও ইরমার আঘাত পুরো আমেরিকায় লেগেছে। বিশেষ করে হিউস্টন, উপকূলীয় এলাকা ও ফ্লোরিডার বাসিন্দারা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশের এমন দুর্যোগে সমস্ত আমেরিকানকে এক করতে এগিয়ে এসেছেন দেশের সাবেক পাঁচ প্রেসিডেন্ট। তারা হলেন জিমি কার্টার, জর্জ এইচ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা।

তারা পাঁচজনই \’ওয়ান আমেরিকা আপিল\’ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন। এর লক্ষ্য হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের সাহায্য করা।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top