খেলা চলাকালীন স্টেডিয়ামের কাছে বিস্ফোরণ, নিহত ২

আজ বুধবার আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন কাবুল ইন্টারন্যাশনাল ক্রিকেট মাঠের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে করে ম্যাচটি বন্ধ হয়ে যায়।

এই ঘটনায় দুই নিরাপত্তাকর্মী নিহত হয় বলে জানিয়েছে কাবুলের পুলিশ বিভাগ। তবে খেলোয়াড়রা নিরাপদে রয়েছেন বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

প্রথমে মনে করা হচ্ছিল, স্টেডিয়ামের গেইটের কাছেই বোমা বিস্ফোরণ ঘটে। তবে নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, গেইটে নয়; চেক পয়েন্টের কাছে এই হামলার ঘটনা ঘটে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মাশাল স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় কোনো খেলোয়াড়ই হতাহত হননি।

আতিফ আইটিভিকে জানান, বিস্ফোরণের পরপরই ম্যাচটি বন্ধ করে দেয়া হয়। পুনরায় ম্যাচটি মাঠে গড়াবে বলে জানান তিনি।

আফগান টি-টোয়েন্টি টুর্নামেন্টের পঞ্চম আসরের ষষ্ঠ ম্যাচে বোস্ট ডিফেন্ডারস এবং মিস আইনাক নাইটস ম্যাচ চলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। জিম্বাবুয়ে এবং পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের বিদেশি খেলোয়াড় চলমান টুর্নামেন্টে অংশ নিয়েছে।

গত সোমবার আফগানিস্তানের টি-টোয়েন্টি লিগের পঞ্চম আসর শুরু হয়। টুর্নামেন্ট চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top