আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিংবদন্তি অভিনেতা আবদুর রাজ্জাককে ‘এই বাংলা’র (বাংলাদেশ) উত্তম কুমার হিসেবে আখ্যায়িত করেছেন।
আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে নায়করাজ রাজ্জাকের মরদেহে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে এই মত ব্যক্ত করেন ওবায়দুল কাদের।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহীদ মিনারে রাজ্জাককে শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পাঁচ দশক ধরে চলচ্চিত্রে অবদান রাখছিলেন রাজ্জাক। সর্বস্তরের মানুষের কাছেই তিনি সমানভাবে জনপ্রিয়। আমার ব্যক্তিগত উপলব্ধি হলো তিনি এই বাংলার উত্তম কুমার।’
দুই ঘণ্টা নায়করাজের মরদেহ শহীদ মিনারে রাখা হবে। এরপর গুলশানে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
রাজ্জাককে শ্রদ্ধা নিবেদনের আয়োজন ঘিরে শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান রাজ্জাক।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ