টিফিনের ২ টাকা করে জমিয়ে রাজ্জাকের অনেক ছবি দেখতাম। এজন্য মা-বাবার অনেক বকা খেয়েছি, মার খেয়েছি। কেন্দ্রীয় শহীদ মিনারে এমনটাই জানিয়েছেন ৬০ বছর বয়সী কাজী শওকত আরা বেগম।
আট ভাই-বোন মিলে রাজ্জাকের ছবি দেখতাম। তিনি আমাদের মাঝে নাই ভাবতে পারছি না। কথগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা কাজী শওকত আরা।
তার গলায় একটি প্লেকার্ড। তাতে লেখা ‘তুমি মর নাই। তুমি আছ মন বলে তাই।’
রাজধানীর নাখালপাড়া থেকে সকাল ১০টায় রওয়ানা দিয়ে সাড়ে ১১টায় তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছান।
উল্লেখ্য, প্রথম জানাজা শেষে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের মরদেহ নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। মঙ্গলবার দুপুর ১২টা ২৫ মিনিটে তার মরদেহ শহীদ মিনারে আনা হয়।
বাংলাদেশ সময় : ১৩০৬ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ