বাবার ওপর কোনো অভিমান রাখবেন না : বাপ্পারাজ

আজ এফডিসিতে নায়করাজের জানাজায় আসা শিল্পী ও কলাকুশলীদের উদ্দেশে বাপ্পারাজ বলেন, আমার বাবা জীবনের পুরোটা সময় আপনাদের সঙ্গে কাজ করেছেন, এর মধ্যে যদি কারো সঙ্গে কোনো লেনদেন থেকে থাকে, তাহলে আমার বা আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা তা অবশ্যই পরিশোধ করে দেবো।

তিনি আরও বলেন, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। বাবার ওপর আপনারা কোনো অভিমান রাখবেন না।

নায়করাজ রাজ্জাকের মরদেহ আজ বেলা ১১টায় এফডিসিতে আনা হয়। সেখানে ভিড় করেন রাজ্জাকের দীর্ঘদিনের সহকর্মীরা। এ সময় রাজ্জাককে শেষ বিদায় জানাতে উপস্থিত হন চিত্রনায়ক আলমগীর, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম, অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক রুবেল, জায়েদ খান, ওমর সানীসহ চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন শ্রেণির মানুষ। শ্রদ্ধাঞ্জলি শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ধ্যা সোয়া ৬টায় না ফেরার দেশে চলে যান বাংলাদেশের চলচ্চিত্রের মহাতারকা রাজ্জাক।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top