রোহিঙ্গাদের দেখতে আজ কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মিয়ানমারের সেনাবাহিনীর দমন নিপীড়নের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করতে কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী কুতুপালং শরণার্থী ক্যাম্পে যাবেন যাবেন এবং সেখানে আশ্রয়প্রার্থীদের অবস্থা সরেজমিন পরিদর্শন এবং ত্রাণ প্রদান করবেন। তাদের সঙ্গে কুশলও বিনিময় করতে পারেন।

প্রসঙ্গত, গত মাসের ২৪ আগস্ট মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলার ঘটনায় সীমান্ত পেরিয়ে ফের বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে।

এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে। আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, আরও প্রায় লাখ পাঁচেকের মতো রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিতে রাখাইনে অপেক্ষমান আছে।

এদিকে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয়, তাদের আশ্রয় দেয়ায় ও তাদের কাছে সহায়তা পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রাখায় রবিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় উদারতার পরিচয় দিচ্ছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশে জাতিসংঘ শরণার্থী সংস্থার মুখপাত্র ভিভিয়ান ট্যান।

এদিকে গত ২৪ আগস্ট থেকে প্রথম ১১ দিনে ৪৬ রোহিঙ্গা চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তার পরের ৬ দিনে আসেন আরও ৪০ জন। সব মিলে গত ১৭ দিনে ৮৬ রোহিঙ্গা চমেকে চিকিৎসা নিতে আসলো। যাদের বেশিরভাগই ছিলেন গুলিবিদ্ধ কিংবা বিস্ফোরণে দগ্ধ। আহতদের একজন ২৬ আগস্ট আরেকজন ৩০ আগস্ট মারা যান।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top