ছুটি পেলেন সাকিব

টানা ক্রিকেট খেলার ক্লান্তিটা যেন পেয়ে বসেছে সাকিব আল হাসানকে। নিজ থেকেই বোর্ডের কাছে চেয়েছিলেন ছুটি। আজ তার ছুটি মঞ্জুর করেছে বিসিবি। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সফরে দেখা যাবে না বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

টেস্টে ৬ মাসের ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে সাকিবকে টেস্টের দুই ম্যাচে ছুটি দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, বাংলাদেশ দলের আসন্ন দুই টেস্টে ছুটি দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। তবে সাকিব চাইলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবে।

রোববার টেস্টে ৬ মাসের ছুটি চেয়ে বিসিবিকে চিঠি দেন বাংলাদেশি শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান। দ্বিপক্ষীয় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১৬ই সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে সাকিব ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন যথারীতি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top