পাকিস্তানে তামিমদের নিরাপত্তায় নয় হাজার পুলিশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেছে আইসিসির বিশ্ব একাদশ। সোমবার সকালে তামিমদের বিশ্ব একাদশের ১৩জন খেলোয়াড় বহনকারী বিমান লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই উপলক্ষে পাকিস্তানের লাহোরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘদিন পর নাম ডাকওয়ালা ক্রিকেটারদের পা পড়েছে সেদেশে। রঙ লাগছে স্টেডিয়ামে। শেষ মুহূর্তে সাজগোজে ব্যস্ত আয়োজকরা।

স্টেডিয়াম ও হোটেলে ক্রিকেটারদের সর্বচ্চো নিরাপত্তা দিতে নয় হাজার পুলিশি নিয়োগ করা হয়েছে। লাহোরের প্রস্তুতির বেশ কিছু ছবি প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা যায় নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়েছে লাহোর শহর। শহরের গুরুত্বপূর্ণ স্থানে ঝুলছে তামিম ইকবালদের বিলবোর্ড। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রক্রিয়া হিসেবে সিরিজটির উদ্যোগ নেয় খোদ আইসিসি। দেওয়া হয় আন্তর্জাতিক মর্যাদা।

বিশ্ব একাদশে তামিমদের নেতাগিরি করবেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ১২, ১৩ এবং ১৫ সেপ্টেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই সিরিজ খেলতে বাংলাদেশের তামিম ইকবাল ইতিমধ্যে বিশ্ব একাদশে যোগ দিতে দেশ ছেড়েছেন। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বিশ্ব একাদশ স্কোয়াড : ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, তামিম ইকবাল, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্রান্ট এলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি, মরনে মরকেল, স্যামুয়েল বদ্রি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি

Scroll to Top