এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলি : দ্য কনক্লুশন’ মুক্তির পর সবার নজর এখন ‘রেবেল স্টার’ খ্যাত অভিনেতা প্রভাসের দিকে। তার পরবর্তী সিনেমা ‘সাহো’।
অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমার শুটিং ভারতের হায়দরাবাদে বেশ দ্রুত গতিতে চলছে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যরে জন্য হলিউডের স্টান্ট কোরিওগ্রাফার কেনি ব্যাটসকে নিয়ে আসা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘সাহো’ সিনেমার নির্মাতারা সিনেমাটির অ্যাকশন দৃশ্যের জন্য ২৫ কোটি রুপি খরচ করবেন। সিনেমাটি নির্মাণে খরচ হবে মোট ১৫০ কোটি রুপি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
‘সাহো’ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে হায়দরাবাদে গিয়েছেন এ অভিনেত্রী। প্রভাসের সঙ্গে কাজ করার ব্যাপারে ভীষণ উচ্ছ্বসিত তিনি।
‘সাহো’ সিনেমাটি প্রভাসের প্রথম হিন্দি ভাষার সিনেমা কারণ এতে সরাসরি হিন্দিতে শুটিং করবেন তিনি। কোনো ডাবিং করা হবে না। এছাড়া তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে সিনেমাটি।
‘সাহো’ সিনেমাটি পরিচালনা করছেন সুজিত। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। প্রভাস ও শ্রদ্ধা কাপুর ছাড়াও ‘সাহো’ সিনেমায় আরো অভিনয় করছেন, নীল নিতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, মন্দিরা বেদি প্রমুখ। ‘সাহো’ সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন- শংকর, এহসান ও লয়।
বাংলাদেশ সময় : ১২০২ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ