জার্মান লিগের চলতি মৌসুমে নারী রেফারির পথচলা শুরু হবে সেটি আগেই জানা গিয়েছিল। এবার সেটি বাস্তবে রূপ নিল। রোববার হার্থা বার্লিন ও ওয়ের্ডার ব্রেমেনের মধ্যকার ম্যাচ দিয়ে ইতিহাস গড়েন বিবিয়ানা স্টেইনহাস। জার্মান লিগের প্রথম নারী রেফারি হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
জার্মানির শীর্ষ লিগ তথা বুন্দেসলিগায় নিজের প্রথম ম্যাচ পরিচালনায় খুব একটা পরীক্ষায় পড়তে হয়নি স্টেইনহাসকে। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে মাত্র একটি হলুদ কার্ড দেখান তিনি।
৩৮ বছর বয়সী পুলিশ অফিসার স্টেইনহাস ১৯৯৯ সাল থেকে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত রেফারি। ২০০৭ সাল থেকে জার্মানির দ্বিতীয় বিভাগে ৮০টি ম্যাচ পরিচালনা করে দক্ষতা অর্জনের মাধ্যমে শীর্ষ লিগে জায়গা করে নেন তিনি।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ