পাকিস্তানের হক্সবে সৈকতে ডুবে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই পরিবারের তিন কিশোর ছিল। দুই পরিবারের লোকজন ওই জনপ্রিয় সৈকতে পিকনিক করতে গিয়েছিল।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় বীচে পানির স্রোতে ভেসে ওই ১২ জনের মৃত্যু হয়েছে।
সাগর উত্তাল থাকায় পানিতে নেমে গোসল করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সাগরে গোসল করতে নামায় এক সঙ্গে এতজনের প্রাণহানির ঘটনা ঘটল।
এই ঘটনা বর্ণনা করে করাচি দক্ষিণের ডিআইজি আজাদ খান সংবাদমাধ্যমকে জানান, একটি শিশু টার্টল বীচের কাছে একটি ঘূর্ণিস্রোতে আটকা পড়লে তাকে বাঁচাতে গিয়েই বাকিরা ডুবে গেছে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে