রাজ্জাকের মৃত্যুতে মুশফিক-সাব্বিরের শোক

গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ছয়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের প্রবাদপুরুষ নায়করাজ রাজ্জাক। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। বাদ নেই ক্রীড়াঙ্গনও। রাজের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবং মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান।

মুশফিক তার ফেসবুকে লিখেছেন, ‘কিংবদন্তি অভিনেতা আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বশক্তিমান আল্লাহ তাকে জান্নাত দান করুক। তার বিদেহী আত্মার জন্য দোয়া রইলো এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ আর সাব্বির রহমান বলেন, ‘আমাদের মাঝ থেকে হারিয়ে গেলো আরও একজন কিংবদন্তী, ওপারে ভালো থাকবেন নায়ক রাজ।’

প্রায় ৩০০টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেন রাজ্জাক। পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র। এই মহানায়কের মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্ত হলো বাংলা চলচ্চিত্রে এক উজ্জ্বল অধ্যায়ের।

বাংলাদেশের চলচ্চিত্রের মোড় ঘোরানো অনেক ছবির কুশীলব-অভিনেতা নায়ক রাজ্জাক। আর এ জন্য তিনি বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে ‘নায়করাজ’ উপাধিতে ভূষিত হন। বাংলাদেশের স্বাধীনতা পদকসহ উল্লেখযোগ্য প্রায় সব পুরস্কারই পেয়েছেন এই গুণী অভিনেতা।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top