বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের মেজো ছেলে রওশন হোসেন বাপ্পি আগামীকাল বুধবার আসতে পারছেন না। তাই আজই দাফনের সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবার।
পরিবারের বরাত দিয়ে আরেক বরেণ্য অভিনেতা আলমগীর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজ্জাকের পরিবার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় নায়করাজের মরদেহ নেয়া হবে এফডিসিতে। সেখানে প্রথম জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেয়া হবে। সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টায় মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। এরপর দুপুর ৩টায় গুলশানের আজাদ মসজিদে সর্বশেষ জানাজা শেষে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হবে।
রাজ্জাক ভাইয়ের মেজো ছেলে বাপ্পি আগামীকাল বুধবার ভোরে কানাডা থেকে দেশে ফিরবে। সে তার বাবাকে যে কোনো মূল্যে শেষবারের মতো দেখতে মায়ের কাছে আবদার করেছিল। ভাবি আমাদের অনুরোধ জানিয়েছিল আরেকটা দিন মরদেহ রাখার ব্যবস্থা করতে। তাই নতুন করে সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু সকালে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করতে আমরা বাধ্য হয়েছি।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক।
বাংলাদেশ সময় : ১২০০ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ