সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার পরীক্ষার প্রতিক্রিয়ায় দেশটিতে তেল সরবরাহে নিষেধাজ্ঞা এবং কিম জং উনের সম্পদ জব্দের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দেওয়া এই খসড়া বিষয়ে নিরাপত্তা পরিষদের অন্য সদস্যরা তাদের সিদ্ধান্তের কথা জানাবেন। খবর বিবিসির।
পিয়ংইয়ংয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা চেয়ে করা এই খসড়া নিয়ে ১১ সেপ্টেম্বর ভোট করতে চায় যুক্তরাষ্ট্র, যদিও এটি পরিষদের অন্য সদস্যদের বাধার মুখে পড়তে পারে বলে ধারণা করছে রয়টার্স।
গত সপ্তাহে দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে জুড়ে দেওয়া যায় এমন একটি পারমাণবিক পরীক্ষার সফল পরীক্ষা চালানোর কথা জানায় উত্তর কোরিয়া। আগে করা পারমাণবিক পরীক্ষার চেয়ে এটি কয়েকগুণ শক্তিশালী বলে পশ্চিমা বিশেষজ্ঞরাও জানিয়েছেন।
পিয়ংইয়ং বলছে, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া এবং ধারাবাহিক উসকানির প্রতিক্রিয়ায় তারা একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিতে প্রশান্ত মহাসাগরে তাদের নিয়ন্ত্রণে থাকা দ্বীপ গুয়ামে হামলা চালানোরও হুমকি দিয়েছে তারা। পিয়ংইয়ংয়ের নতুন পারমাণবিক বোমার পরীক্ষার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় আন্তর্জাতিক মহল। উত্তর কোরিয়ার ওপর নতুন কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
সেখানেই নতুন করে কঠোর অবরোধ ও নিষেধাজ্ঞার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালির দেওয়া এই খসড়া প্রস্তাবে উত্তর কোরিয়ায় তেল পণ্য সরবরাহ এবং তাদের বস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি দেশটির শীর্ষ নেতা কিম জং উনের সম্পদ জব্দ এবং তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারির চাহিদাও আছে।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস