আন্দোলনে ব্যর্থতার কারণে বিএনপির মহাসচিবের পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিৎ বলে মনে করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজায় দেশে সর্বপ্রথম অত্যাধুনিক ডিজিটাল পদ্ধতিতে টোল আদায়ে নতুন বুথ স্থাপনের কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বর্তমান জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সংসদ ভেঙ্গে দিয়ে দিয়ে আগাম নির্বাচনের দাবি অযৌক্তিক, উদ্ভট ও হাস্যকর। আন্দোলনে ব্যর্থতার জন্য দল থেকে তার নিজেরই পদত্যাগ করা উচিৎ।’
তিনি আরও বলেন, ‘আমরা জনগণের ইচ্ছায় ক্ষমতায় এসেছি। বিএনপির কথায় আসিনি। জনগণ চাইলে আমরা থাকব, জনগণ না চাইলে আমরা থাকব না। সংবিধানের বাইরে কিছুই হবে না।’ তিনি বিএনপির নেতৃবৃন্দের প্রতি প্রশ্ন তুলে বলেন, ‘কোন আইনের ভিত্তিতে তারা আমাদের পদত্যাগ চায়।’
এসময় আগাম নির্বাচনের দাবিকে আগাম রসিকতা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস পি