রাজধানীর দারুস সালামের বাঁধন সড়কের সন্দেহভাজন জঙ্গি আস্তানায় শীর্ষ জঙ্গি আবদুল্লাহসহ ৬/৭ জন রয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, \’আস্তানায় বিপুল পরিমাণ বিস্ফোরকসহ জঙ্গি আবদুল্লাহ রয়েছে। সাথে তার দুই ছেলে ও স্ত্রীসহ ৬/৭ জন রয়েছে। তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। আত্মসমর্পণ না করলে অভিযান চালানো হবে।\’
এর আগে রাজধানীর মিরপুরে মাজার রোডে জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়ি ঘিরে ফেলার পর সেখানে অভিযান চালাচ্ছে র্যাব। এ সময় বাড়ির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ও পেট্রোল বোমা ছোড়া হয়েছে।
সোমবার রাতে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণ পাশে বাঁধন সড়কের ওই বাড়ি ঘিরে রাখে র্যাব।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, সোমবার রাত ১টার দিকে ওই বাড়ি থেকে চারটি বোমা ছোঁড়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
তিনি আরও জানান, ওই বাড়িতে অভিযান চালানো হচ্ছে। মুফতি মাহমুদ খান বলেন, \’সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় টাঙ্গাইলের জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। ওই আস্তানা থেকে জেএমবির দুই জঙ্গি আটকসহ বেশকিছু জঙ্গিবাদী সামগ্রী উদ্ধার করা হয়েছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল ওই গ্রুপের জেএমবির একজন দুর্ধর্ষ জঙ্গি দারুস সালামের আস্তানায় অবস্থান করছে। সে তথ্যের ভিত্তিতে রাত ১টায় অভিযান চালানো হয়।\’
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি