সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসির) সামনে ও সিঅ্যান্ডবি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান, পৌর এলাকার গেন্ডা মহল্লার বাসিন্দা সাথী বেগম তার আট মাসের শিশু লামিয়াকে নিয়ে রাতে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসির) সামনে ঢাকা-আরিচা মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়াগতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহত সাথী বেগমের (২৮) বাড়ি রাজবাড়ীর পাংশা থানায়। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর তিনি সাভার পৌরসভার গেন্ডা মহল্লায় ভাড়াবাসায় থেকে দিনমজুরি করতেন। ঘাতক বাস ও এর চালককে আটকের চেষ্টা চলছে।
অন্যদিকে ওই দিন রাতেই বিপিএটিসির অদূরে সিঅ্যান্ডবি এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ পৃথক এই দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে