কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক গুলশানের আজাদ মসজিদে নিয়মিত নামাজ পড়তেন। প্রিয় এই মসজিদ প্রাঙ্গনেই অনুষ্ঠিত হবে তার একমাত্র জানাযা। নিজের সন্তানদের জীবদ্দশায় এমনটিই বলেছিলেন রাজ্জাক।
‘আমার নামাজে জানাযা যেন একবারই হয় এবং তা আজাদ মসজিদে যেন দেওয়া হয়’-নায়করাজের এমন ইচ্ছের কথা জানিয়েছেন তারই ছোট সন্তান অভিনেতা সম্রাট।
এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী বাদ আছর আজাদ মসজিদেই হবে মরহুমের নামাজে জানাযা। এর আগে বেলা ১১টায় এফডিসি ও দুপুর ১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাজ্জাকের মরদেহ রাখা হবে শ্রদ্ধা জানানোর জন্য। তবে বৈরী আবহাওয়ার কারণে সময়সূচি একটু এদিক সেদিক হতে পারে।
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ। তার শোকে ভক্তরা, প্রকৃতিও যেন ভোর রাত থেকে কাঁদছে অঝোরে, ঝরছে বিরামহীন বৃষ্টি।
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে